ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগ দেগঙ্গায়
দাবদাহ লাইভ, দেগঙ্গা, রামপ্রসাদ কুন্ডুঃ শহরজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে। বর্ষার শুরু থেকেই দেগঙ্গায় অভিনব উদ্যোগ ডেঙ্গু মোকাবিলায়। দেগঙ্গা ব্লক প্রশাসনের তৎপরতায় গ্রাম পঞ্চায়েত স্তরে বিশেষ টিম গড়ে উঠেছে। এই টিম ডেঙ্গু বাহক মশার উৎপত্তি স্থল বিনাশ করেন অর্থাৎ মশা যখন লার্ভা অবস্থাতে থাকে তখন লার্ভা নাশক তেল স্প্রে করে মশার বংশ ধংস করে। প্রতিটি বাড়ির চারপাশ দৈনিক পর্যবেক্ষণ করেন যাতে কোথাও জমা জল না থাকে। নিয়মিত সাফাই কর্ম, নিকাশি পরিচ্ছন্ন ও লার্ভা বিনাশ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু মুক্ত করা যায় বলে জানিয়েছেন দেগঙ্গায় ব্লক ফিল্ড সুপারভাইজার।
ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগ দেগঙ্গায়
0%









