আজ থেকে ৪ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইতঃ মেদিনীপুরঃ ১৩ই সেপ্টেম্বর বিজেপির ডাকে নবান্ন অভিযান। তার আগেই জেলা সফরে রওনা হচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই প্রায় ১২ হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেলে দুই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার তাঁর প্রশাসনিক সভা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে । এই সভা থেকেই পূর্ব মেদিনীপুরের জেলাপরিষদের সভাধিপতি হিসাবে নতুন কাউকে বেছে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসের মৃত্যু হওয়ায় তাঁর জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন সহ সভাধিপতি শেখ সুফিয়ান । মঙ্গলবার ওই বৈঠক থেকেই পরবর্তী সভাধিপতি বেছে নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা যায়। ইতিমধ্যে এই বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠক থেকে পূর্ব মেদিনীপুর তৃণমূল নেতৃত্বকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুর দু’টোয় তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, দিঘা-শৌলা মেরিন ড্রাইভ-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে দফতরভিত্তিক বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরির প্রক্রিয়াও শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। ১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরেও রাজ্য সরকারের তরফ থেকে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের তরফ থেকে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগপত্র তুলে দেবেন ওই দিনের অনুষ্ঠানে।

























