Banner Top

 

    যুব সংসদে প্রশ্নোত্তর প্রতিযোগিতা গোবরডাঙ্গায়

   

যুব সংসদে পড়ুয়াদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা গোবরডাঙ্গায়

                               দাবদাহ লাইভ, গোবরডাঙ্গা, অক্ষয় গুছাইতঃ  পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিভাগ ও উত্তর চব্বিশ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক এর উদ্যোগে গোবরডাঙ্গা পৌরসভার আয়োজনে গত ৯ সেপ্টেম্বর শুক্রবার গোবরডাঙ্গা টাউনহলে অনুষ্ঠিত হল একটি যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা। পৌর স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল গোবরডাঙ্গা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এই প্রতিযোগিতায় যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করবে তারা যোগ দেবে জেলা স্তরের প্রতিযোগিতায়। এদিনের প্রতিযোগিতায় যুব সংসদে প্রথম স্থান অধিকার করে গোবরডাঙ্গা খাঁটুরা উচ্চ বালিকা বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করে গোবর ডাঙ্গা প্রীতিলতা শিক্ষা নিকেতন বালক বিভাগের ছাত্ররা। প্রশ্নোত্তর প্রতিযোগিতায় দুটি পুরস্কারই চলে আসে খাঁটুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দুটি দলে। বিশিষ্ট ক্যুইজ মাস্টার তথা শিক্ষক সৃঞ্জয় ঘোষ ও শুভদীপ চ্যাটার্জির সাবলীল সঞ্চালনায় প্রশ্নোত্তর প্রতিযোগিতায় এক অন্য মাত্রা এনে দেয়। 

 

                                                 

                 বিশালাকার পাইথন উদ্ধার খোলাপোতায়

     

বিশালাকার পাইথন উদ্ধার খোলাপোতায়

                            দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ সিনেমা হলের পাশে দাঁড়ানো একটি বাইক থেকে বিশালাকার পাইথন উদ্ধার করাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। শনিবার সন্ধ্যায় বসিরহাটের খোলাপোতায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত খোলাপোতা এলাকায় অবস্থিত বলাকা সিনেমা হলের পাশে রাখা ছিল একটি বাইক। সেই বাইকে পেঁচিয়ে থাকা একটি বিশালাকার পাইথনকে আচমকাই দেখতে পায় স্থানীয় কিছু লোকজন। ঘটনাটির কথা চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। আনুমানিক ১২ ফুট দৈর্ঘের ওই বিশালাকার পাইথনটি উদ্ধারকার্যে যথেষ্ট বেগ পেতে হয় বনদপ্তরের কর্মীদের। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় পাইথনটিকে খুব সচেতনতার সাথে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা এমনটাই স্থানীয় সূত্রে খবর। উদ্ধারকৃত প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের পাইথনটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর।

জেলা নিউজ

নিখোঁজ শিশু ফিরে পেল মায়ের কোল

নিখোঁজ শিশু ফিরে পেল মায়ের কোল

     

নিখোঁজ শিশু ফিরে পেল মাকে

              দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পশ্চিম মেদিনীপুরঃ পরিবহন দপ্তরের কর্মীদের তৎপরতায় নিখোঁজ শিশুকে ফিরে পেলেন তার মা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বাস স্ট্যান্ড এলাকায়। দাসপুর থানার অন্তর্গত হোসেনপুর গ্রামের বাসিন্দা রামেশ্বর দোলুই আজ সকালে দাসপুর বাজার সংলগ্ন একটি মন্দিরে তার স্ত্রী এবং দুই শিশু পুত্রকে নিয়ে পুজো দিতে আসেন। পুজো দিয়ে ফেরার পথে হঠাৎ তার সাত বছরের ছোট ছেলে শুভেন্দু দোলুই উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে তারা দাসপুর থানায় বিষয়টি জানান। দাসপুর থানার পুলিশ খোঁজ খবর করে জানতে পারে বাচ্চাটি ভুল করে হাওড়া – সুলতানপুর বাসে উঠে পড়ে। সে ভেবেছিল তার বাবা মা ওই বাসেই আছে। এরপর ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পুলিশ পরিবহন কর্মীদের সহযোগিতায় ওই শিশুটিকে বাস থেকে নামিয়ে তার বাবা মায়ের হাতে তুলে দেয় । পুলিশ ও পরিবহন কর্মীদের বাহবা জানিয়ে শিশুটির মা বলেন, “খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। নানা অকথা – কু’কথা মাথায় আসছিল! তারপর পুলিশ আর পরিবহন কর্মীরা ভগবানের মত ছেলেকে ফিরিয়ে আনলেন। সত্যি যেন প্রাণ ফিরে পেলাম!”

যুব সংসদে প্রশ্নোত্তর প্রতিযোগিতা গোবরডাঙ্গায়
User Review
88% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment