যুব সংসদে প্রশ্নোত্তর প্রতিযোগিতা গোবরডাঙ্গায়
দাবদাহ লাইভ, গোবরডাঙ্গা, অক্ষয় গুছাইতঃ পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিভাগ ও উত্তর চব্বিশ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক এর উদ্যোগে গোবরডাঙ্গা পৌরসভার আয়োজনে গত ৯ সেপ্টেম্বর শুক্রবার গোবরডাঙ্গা টাউনহলে অনুষ্ঠিত হল একটি যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা। পৌর স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল গোবরডাঙ্গা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এই প্রতিযোগিতায় যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করবে তারা যোগ দেবে জেলা স্তরের প্রতিযোগিতায়। এদিনের প্রতিযোগিতায় যুব সংসদে প্রথম স্থান অধিকার করে গোবরডাঙ্গা খাঁটুরা উচ্চ বালিকা বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করে গোবর ডাঙ্গা প্রীতিলতা শিক্ষা নিকেতন বালক বিভাগের ছাত্ররা। প্রশ্নোত্তর প্রতিযোগিতায় দুটি পুরস্কারই চলে আসে খাঁটুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দুটি দলে। বিশিষ্ট ক্যুইজ মাস্টার তথা শিক্ষক সৃঞ্জয় ঘোষ ও শুভদীপ চ্যাটার্জির সাবলীল সঞ্চালনায় প্রশ্নোত্তর প্রতিযোগিতায় এক অন্য মাত্রা এনে দেয়।
বিশালাকার পাইথন উদ্ধার খোলাপোতায়
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ সিনেমা হলের পাশে দাঁড়ানো একটি বাইক থেকে বিশালাকার পাইথন উদ্ধার করাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। শনিবার সন্ধ্যায় বসিরহাটের খোলাপোতায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত খোলাপোতা এলাকায় অবস্থিত বলাকা সিনেমা হলের পাশে রাখা ছিল একটি বাইক। সেই বাইকে পেঁচিয়ে থাকা একটি বিশালাকার পাইথনকে আচমকাই দেখতে পায় স্থানীয় কিছু লোকজন। ঘটনাটির কথা চাউর হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। আনুমানিক ১২ ফুট দৈর্ঘের ওই বিশালাকার পাইথনটি উদ্ধারকার্যে যথেষ্ট বেগ পেতে হয় বনদপ্তরের কর্মীদের। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় পাইথনটিকে খুব সচেতনতার সাথে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা এমনটাই স্থানীয় সূত্রে খবর। উদ্ধারকৃত প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের পাইথনটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর।











