সুমিতার স্মরণে দীপক সংঘের রক্তদান শিবির
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরিন্দম চ্যাটার্জীঃ উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুরের দীপক সংঘের পরিচালনায় স্বর্গিয়া সুমিতা চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করবেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের সন্মান জ্ঞাপন।
সুমিতার স্মৃতির উদ্দেশ্যে দীপক সংঘের রক্তদান শিবির
68.5%












