নৈহাটি স্টেশন থেকে উদ্ধার গাঁজা, আটক পাচারকারী
দাবদাহ লাইভ, নৈহাটি, বৈশাখী সাহাঃ সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে নৈহাটি জিআরপি থানার পুলিশ। শুক্রবার রাত ৮টা ১৫ নাগাদ নৈহাটি স্টেশনে ঘটনাটি ঘটে। জিআরপি সূত্রে জানা যায় এদিন ডাউন মা তারা এক্সপ্রেস ট্রেনটি নৈহাটি স্টেশনে থামার পর এক ব্যাক্তি তাঁর ব্যাগপত্র নিয়ে নৈহাটি স্টেশনে নামে। তাঁর চলাফেরা দেখে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশি চালিয়ে তাঁর ট্রলি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এর পাশাপাশি পাচারকারীকে গৃরেফতার করে নৈহাটি জিআরপি। পুলিশি জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে আসে যে ধৃত উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার সোদপুরের নাটানগরের বাসিন্দা প্রশান্ত দাসের ছেলে হরিপদ দাস (৬৬)। এদিন শিলিগুড়ি থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মা তারা এক্সপ্রেস ধরে সোদপুরেই যাচ্ছিল। দীর্ঘ প্রায় ৫ বছর যাবত ওই মাদক পাচারের সাথে যুক্ত বলে স্বীকার করে ধৃত পাচারকারী। তল্লাশি চালিয়ে এদিন প্রায় ২১ কেজি ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় যার বর্তমান বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা বলে জানায় জিআরপি। ধৃত পাচারকারী ওই বিপুল পরিমান গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল, তাঁর ওই কর্মকান্ডের সঙ্গে আর কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখা হবে বলে জিআরপি সূত্রে খবর।












