বজ্রপাতে ১১ টি গরুর প্রাণহানি ঝাড়গ্রামে
দাবদাহ লাইভ, ঝাড়্গ্রাম, অক্ষয় গুছাইতঃ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের চুনপাড়া এলাকায় সম্প্রতি বজ্রাঘাতে ১১ টি গরুর মৃত্যু ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকালে সাঁকরাইল ব্লক জুড়ে প্রচুর বৃষ্টি হয় এবং তার সাথে ঘন ঘন বাজ পড়তে থাকে। সেইসময় মাঠ থেকে গরুগুলি বাড়ির দিকে যাচ্ছিল। আচমকাই গরুর পালে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ টি গরুর। আহত হয় তিনটি গরু। স্থানীয় মানুষ আহত ৩টি গরুকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনে। গরুর পালের সাথে মানুষ না থাকায় কোনো মানুষের প্রাণহানি ঘটেনি। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি সাঁকরাইল ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।









