বিধায়কের শক্তিভাট পুরস্কারের অর্থমূল্য গরীবকে
দাবদাহ লাইভ ডেস্কঃ বিধায়ক মনোরজ্ঞন ব্যাপারী শক্তিভাট পুরস্কার পেতে চলেছে বলে সূত্রে জানা যায়। পুরস্কারের অর্থ মূল্য ২লাখ টাকা। এই টাকায় টোটো কিনে এমন একজনের দেওয়ার কথা ভাবছেন যার দিন আনা দিন খাওয়া। যেদিন টোটো ভাড়া নিয়ে চালায় না সেদিন বিধায়ক-ই তার সংসার চালান বলে জানা যায়। তাই এই পুরষ্কার মূল্যে সেই কাজটি করতে চান। উল্লেখ্য, বিধায়ক নিজেও মাঝে মধ্যে টোটো চালান। বাঁশ বেড়িয়ায় যেখানে থাকেন সেখানে করোনা কালে সেই ছেলেটির টোটো বিক্রি করে খেতে হয়েছে। এখন সে বিধায়কের টোটো চালান। স্যোসাল মিডিয়ায় বিধায়কের এই পরিকল্পনা জানা জানি হতেই শোর গোল পড়ে গেছে। বামের অনেকেই প্রশংসা করেছেন। এই মূহুর্তে তৃণমূলের বিধায়ক বা নেতৃত্বের কেউ কেউ বিপুল অবৈধ সম্পত্তি সহ টাকা রাখার অভিযোগ, গরু পাচার কান্ডে, এস এস সি নিয়োগ দুর্নীতি- টাকার পাহাড়-কয়লা সহ নানা কেলেঙ্কারীতে ইডির হানায় ত্রস্ত; যা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বলে দাবী তৃণমূলের। সেখানে বিধায়কের এই পরিকল্পনা নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। আরও উল্লেখ্য, বিধায়ক মনোরজ্ঞন ব্যাপারী বরাবরই সাদামাটা জীবন যাপন করেন। বই লেখা ও সাহিত্য চর্চার সাথেও জড়িয়ে থাকেন। বিধায়কের এ-হেন মানসিকতায় বামেরাও সাধুবাদ জানিয়েছেন।
















