সিসিটিভির ফুটেজ মোতাবেক বিজেপি কর্মী গ্রেফতার তারকেশ্বরে
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ তারকেশ্বরে শুভেন্দু অধিকারীর মিছিল থেকে পাথর ছোঁড়ার অভিযোগে ৯ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলো তারকেশ্বর থানার পুলিশ। তাদের আদালতে নিয়ে যাওয়া হয়েছে,পুলিশ জানিয়েছে বিজেপি-র মিছিল ভিডিওগ্রাফি করা হয়েছিল; সেই ভিডিওগ্রাফি এবং এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পাথর ছোঁড়ার ঘটনায় সরাসরি যুক্ত বিজেপি কর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, ১৩ই সেপ্টেম্বর ‘নবান্ন চলো’ অভিযান সফল করতে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্দ্যোগে একটি মিছিল ও প্রস্তুতি সভার আয়োজন করা হয় তারকেশ্বরে। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শুরু হয় তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার মোড় থেকে; মিছিল চলাকালীন চাউলপট্টি এলাকায় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এবং মিছিলে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ,পাল্টা বিজেপি কর্মীরাও পাথর ছোঁড়ে ব্লেও তৃণমূল অভিযোগ করে,পাথরের আঘাতে দশ জন মহিলা তৃণমুল কর্মী আহত হন এবং বেশ কিছু সাংবাদিকরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি আছেন। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।









