বিমানবন্দরে যাত্রীর ব্যাগে কোটি কোটি বিদেশি মূদ্রা
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহাঃ উত্তর ২৪ পরগনা জেলার দমদম বিমানবন্দরে চেকিং চলাকালীন এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমান বিদেশি মূদ্রা। আটক করা হয় ব্যাক্তিকে। বিদেশি মূদ্রা সহ ওই ব্যাক্তিকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। সাম্প্রতিক কলকাতা বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সূত্র মারফত জানা যায় এদিন কলকাতা বিমানবন্দর থেকে দুবাইগামী বিমান ধরার উদ্দেশ্যে গৌতম রবিশংকর নামে এক ব্যাক্তি বিমানবন্দরে আসে। বিমানবন্দরের নিয়ম অনুযায়ী চেকিং চলাকালীন ওই ব্যক্তির ব্যাগে ৪১ টি খামের সন্ধান মেলায় সন্দেহ দানা বাঁধে নিরাপত্তারক্ষীদের মনে। এরপর ব্যাগটি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে ব্যাগ খুলে ৪১টি খাম বের করা হয়। পরে খামগুলি খুলতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু একেবারে চড়কগাছ। খামগুলির মধ্যে ছিল প্রচুর বিদেশি মূদ্রা। এদিন মোট ৯ কোটি বিদেশি মূদ্রা উদ্ধারের পাশাপাশি আটক করা হয় ওই ব্যাক্তিকে। এরপর উদ্ধারকৃত বিদেশি মূদ্রা সহ ধৃত ওই ব্যাক্তিকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। ওই বিপুল পরিমান বিদেশি মূদ্রা ওই ব্যাক্তির কাছে কিভাবে এসেছে, কেনই বা গোপনীয়তা অবলম্বন করে সেগুলো নিয়ে সুদূর দুবাই পাড়ি দিতে চেয়েছিল ওই ব্যক্তি, কি উদ্দেশ্য ছিল তাঁর, সে কি কাজেই বা যুক্ত? এমনই নানান প্রশ্নের উত্তরের সন্ধান পেতে ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হবে বলে শুল্ক দপ্তর সূত্রে খবর।















