Banner Top

    নাবালিকার বিয়ে রুখল ব্লক প্রশাসন

 

নাবালিকার বিয়ে রুখল ব্লক প্রশাসন

দাবদাহ লাইভ, তমলুক, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের বিডিওর তৎপরতায় বন্ধ হল এক নাবালিকার বিয়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার গোপালপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায় মহিষাদল থানার নাটশাল- ১ গ্রামপঞ্চায়েতের চাঁদপাত্র গ্রামের সন্দীপচাঁদ পাত্রের সাথে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের প্রভাস দাসের নাবালিকা মেয়ের বিয়ে ঠিক হয়। নাবালিকার সাথে বিয়ের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে মহিষাদল থানার গোপালপুরে ছেলের মামা বাড়িতে গুটি কয়েক লোকজন নিয়ে বাড়ির হরি মন্দিরের সামনে পুরোহিতের উপস্থিতিতে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডলের কাছে গোপনে নাবালিকার বিয়ের খবর আসতেই তৎপর হন তিনি। জয়েন্ট বিডিও বনমালী হালদারকে সঙ্গে নিয়ে হাজির হন বিয়ের আসরে। পাত্রীর জন্মের প্রমাণপত্র দেখে তিনি জানতে পারেন ওই পাত্রী নাবালিকা। সাথে সাথে তিনি মহিষাদল পুলিশের সহযোগিতায় বন্ধ করেন নাবালিকার বিয়ের অনুষ্ঠান।বিয়ের আসর থেকে পাত্র সহ নাবালিকা পাত্রী, পাত্রের মামা-মামি, পুরোহিত এবং পাত্রের বন্ধু সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য মহিষাদল থানায় আটক করে  নিয়ে আসে পুলিশ। উল্লেখ্য নাবালিকার বিয়েতে রাজ্যের প্রথম সারিতে আছে পূর্ব মেদিনীপুর জেলা। সরকারিভাবে বাল্যবিবাহ বন্ধ করার প্রচার চালানোর পরেও গোপনে, সরকারের নজর এড়িয়ে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। বাল্য বিবাহ প্রসঙ্গে মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল বলেন, “দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির ভাবনা চিন্তা করা দরকার”।

নাবালিকার বিয়ে রুখল ব্লক প্রশাসন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment