বাইক আরোহী বাঁচাতে বাস খাদে
দাবদাহ লাইভ, পূর্ব বর্ধমান, কুনাল চট্টোপাধ্যায়ঃ পূর্ব বর্ধমান মোটর বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে নয়নজলিতে পড়ে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ায় দিঘি থানার রাইপুর মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বাসের প্রায় ১৫ জন বাস যাত্রী কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে দশ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পরে ৫ জন কে পুলিশ গাড়ি করে কুড়মুন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৪.২০টা নাগাদ বর্ধমানের দিক থেকে একটি যাত্রীবাহী বাস নবদ্বীপ যাচ্ছিল। যাবার সময় রাস্তায় একটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।











