Banner Top

শিক্ষক দিবসে জেলা শিক্ষা অফিসে পড়লো তালা   

 

শিক্ষক দিবসে তমলুকে জেলা শিক্ষা অফিসে ঝুললো তালা

      দাবদাহ লাইভ, তমলুক, অক্ষয় গুছাইতঃ শিক্ষক দিবসের দিনই তালা পড়ে গেল পূর্ব মেদিনীপুরের জেলা প্রাথমিক স্কুল শিক্ষা পরিদর্শকের অফিসে। শিক্ষাকর্মীদের অফিসের বাইরে বের করে, মূল গেটে তালা ঝুলিয়ে দিলেন বাড়ির মালিকের ছেলে। অভিযোগ, বিপুল টাকার বাড়ি ভাড়া বকেয়া। ৩ বছর ধরে বাড়িভাড়া বাকি রয়েছে প্রায় ২০ লক্ষ টাকা! বাড়ির মালিকের ছেলে শেখ তাহিদুল বলেন, বারবার শিক্ষাদফতরকে জানিয়েছি। তারপরেও ভাড়া মেটায়নি। আগে থাকতেই জানিয়েছিলাম। এবার বন্ধ করে দিলাম।” উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক শহরে  শেখ আকবর আলির বাড়িতে ভাড়া নিয়ে চলত জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিস সহ জেলা গণ শিক্ষা ও জেলা শারীর শিক্ষা দফতর। বাড়িওয়ালার পরিবার সূত্রে জানা যায় গত সপ্তাহে মাত্র ৫০ হাজার টাকা ভাড়া মিটিয়েছে রাজ্য সরকার। শুধু জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক অফিসেরই ভাড়া বাকি রয়েছে সাড়ে ৯ লক্ষ টাকা। ভাড়া বাড়িতে এখন শিক্ষা দপ্তরের তিনটি অফিসই তালা বন্ধ। শিক্ষক দিবসে শিক্ষা সংক্রান্ত অফিসে তালা ঝোলানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই সরকারের কোটি কোটি দুর্নীতি। খেলা – মেলায় টাকা বিলোচ্ছে অথচ শিক্ষার আঁতুড়ঘর পূর্ব মেদিনীপুরে ডিআই অফিসে তালা পড়ছে, এটা আমাদের লজ্জা। তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন মহাপাত্রের বলেন, বিজেপি সব বিষয়েই কটাক্ষ করে। জানল কী করে ভাড়া বাকি আছে। ওরা সব বিষয়েই সমালোচনা করে। এ ব্যাপারে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, শিক্ষার ৩টি অফিসই জেলাশাসকের অফিস চত্বরে নিয়ে আসা হবে। শিক্ষক দিবসের দিন এভাবে বন্ধ হওয়া দুঃখজনক বলে জানালেন জেলা শাসক।

শিউলী গ্রাম পঞ্চায়েতে প্রধান

I am

Powered By:

I am Here

Powered By:

I'm

Powered By:

I'm

Powered By:

I am Here
div>

Powered By:

Here's LapTop

Powered By:

Hrer's Food Order

Powered By:
শিক্ষক দিবসে জেলা শিক্ষা অফিসে ঝুললো তালা  
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment