শিল্পকর্ম-ভাস্কর্য ও হস্তশিল্পের প্রদর্শনী যামিনী রায় গ্যালারিতে
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি, কলকাতার আই সি সি আর, যামিনী রায় গ্যালারিতে ৭৫ জন নতুন ও বিদগ্ধ শিল্পীর ১১১ টি শিল্প কর্ম, ভাস্কর্য ও হস্তশিল্প নিয়ে এক অন্য মাত্রার প্রদর্শনীর আয়োজন করলো “উপলব্ধি” নামক একটি শিল্পমনস্ক ফেসবুক গ্রুপ। ২০২০ সালে অতিমারির আবহে প্রফেসর কিংশুক মজুমদারের মস্তিষ্ক প্রসূত এই গ্রুপটিকে শিল্পী ও শিল্পের খনি বললে অত্যুক্তি হয়না। আয়োজক অদিতি দে, বিশ্বজিৎ ধর, সুণীপা হালদার ও কিংশুক মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় সফল ভাবে এই দুদিনের প্রদর্শনী হাসি ফোটালো অগুন্তি শিল্পী ও শিল্প প্রেমীর মুখে। 
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেন ও ইনক আর্টিস্ট সন্দীপ চ্যাটার্জি, মিক্সড মিডিয়া আর্টিস্ট সুমন্ত ভৌমিক এবং রাইস এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিমান ভট্টাচার্য। এছাড়াও স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন মুম্বই এর বিখ্যাত সঙ্গীত শিল্পী কোয়েল ত্রিপাঠী, সঙ্গীত শিল্পী সুমন রুজ এবং প্রফেসর ও থিয়েটার ব্যক্তিত্ব ডক্টর সিতাংশু খাটুয়া। অনুষ্ঠানে সমস্ত শিল্পীর হাতে “উপলব্ধি”র তরফ থেকে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। প্রদর্শনীর দ্বিতীয় দিনের আকর্ষণ ছিলো, শিল্পীদের পরিবেশিত একটা ছোটো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; যেখানে তাদের গান, নাচ, আবৃত্তির মত প্রতিভার দ্বারা প্রদর্শনী আরো মুখরিত করে তোলে। দু’দিনের এই বিশেষ প্রদর্শনীতে ছিলো শিল্প বিপননের ব্যবস্থাও। সংস্থার কর্ণধার কিংশুক মজুমদার জানান,”উপলব্ধি গ্রুপের মোটো হলো নবীন শিল্পীদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসা”। আগামী দিনে উপলব্ধি গ্রুপ নতুন শিল্পীদের স্বার্থে এরকম আরো অনেক প্রদর্শনীর আয়োজন করার আশ্বাস দিলেন।

















