শ্রদ্ধায় – স্মরণে প্রণব কুমার ভট্টাচার্য কলতান প্রেক্ষাগৃহে
দাবদাহ লাইভ, হাবরা, বাসুদেব সেনঃ সম্প্রতি, উত্তর ২৪ পরগণা জেলার হাবরা কলতান প্রেক্ষাগৃহে সিপি আই(এম) হাবরা শহর কমিটির আয়োজনে বিকেল ৫টা থেকে বিশিষ্ট জননেতা ও প্রাক্তন অধ্যাপক প্রণব কুমার ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৬ অগাস্ট নিজ বাস ভবনে প্রয়াত হন। প্রয়াত প্রণব কুমার ভট্টাচার্য বাংলাদেশ থেকে মাত্র দু বছর বয়সে নদীয়ার গয়েশপুরে বাবা-মা’র সাথে চলে আসেন। শিক্ষাদীক্ষা গয়েশপুর ও কোলকাতা বিশ্ববিদ্যালয়। বামফ্রন্টের আন্দোলনে জড়িত হন ছাত্রাবস্হা থেকেই। হাবরার শ্রীচৈতন্য কলেজে অধ্যাপনার কারনে হাবরাতেই বসবাস। ২০০৬ সালে চাকরি থেকে অবসর নেন। ১৯৭৯ সালে হাবরা পৌরসভার উপপৌরপ্রধান, ১৯৮৮ সালে পৌরপ্রধান এবং পরবর্তীকালে পশ্চিম বঙ্গ সরকারের বিধায়ক হিসাবেও নির্বাচিত হন। কলতানের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বর্তমান পৌরপ্রধান নারায়ণ সাহা, উপপৌরপ্রধান সিতাংশু দাস, প্রাক্তন পৌরপ্রধান নিলীমেশ দাস , বামফ্রন্টের সদস্য ঋজিনন্দন বিশ্বাস, প্রসেনজিৎ দত্ত, সিপিআইএম কেন্দ্রিয় কমিটির সুজন চক্রবর্তী ও অন্যান্য ছাত্র, যুব ও মহিলা সংগঠন। প্রত্যেকেই শোককাতর চিত্তে দরদী শিক্ষক ও জননেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেন। তাঁর জামাতা বিশিষ্ট চিকিৎসক ভাস্করজ্যোতি দত্ত ও একমাত্র কন্যা পর্ণা দত্ত আবেগপূর্ণ হৃদয়ে শোকবার্তা জানান। জনদরদী এই মানুষটির দেহ দান করা হয় নদীয়া জেলার কল্যানীর এইমস হাসপাতালে।









