গোটা রাজ্য জুড়ে শিক্ষক দিবস উদযাপন
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ শিক্ষক দিবস গোটা রাজ্য জুড়ে পালিত হল। আজ হুগলি জেলার তারকেশ্বর থানা এলাকায় তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ে পালিত হল শিক্ষক দিবস। এই দিন বিধায়ক রামেন্দু সিংহ রায় হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রবীর চন্দ্র, থানার ভারপ্রাপ্ত আধুকারিক অনিল কুমার রাজ,তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার সহ শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা ও অভিভাবকরা এদিন ছিলেন। এই দিন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,অতিমারি করোনা ভাইরাস যে পরিস্থিতি ছিলো, তা’ কাটিয়ে আবার স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরে এসেছে, আবারও নতুন করে আনন্দ-উৎসবে মেতে উঠছে ছাত্রছাত্রীরা। আজ শিক্ষক দিবস উপলক্ষে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্যারেদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে তারকেশ্বর থানার আই সি অনিল কুমার রাজ এদিন প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানালো। এছাড়াও মঞ্চে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন তার ছোট্ট বেলার স্মৃতির কথা; এইভাবে সারাদিন বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলে শিক্ষক দিবস উদযাপন।









