Banner Top

বিজেপির নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডা

   

বিজেপি রাজ্য সভাপতি

                           দাবদাহ লাইভ, খড়গপুর, অক্ষয় গুছাইতঃ আসন্ন পঞ্চায়েত ভোটে নিজেদের জমি পাকা করতে শাসক দলের পাশাপাশি মাঠে নেমে পড়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের তমলুকের ডিমারি বাজারে বিজেপির এক জনসভায় বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে মোটা ডান্ডা ও যাবে বলে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। সুকান্ত বলেন,”মুখ্যমন্ত্রী চপ ছাড়া কিছু জানেন না, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রতে তোলাবাজি কে করবে? সৌমেন না বিপ্লব?” এখানেই শেষ নয়, তিনি বলেন, “তৃণমূল কবিতার লাইন চেঞ্জ করে দিয়েছে। আসলে তোলা ছাড়া তৃণমূল কংগ্রেস কিছু জানে না। যে জেলা সভাপতি বেশি তোলা দিতে পারে না তাকে বদলি করে দেয়। সবে ইডি সিবিআই খেলতে শুরু করেছে, খোকাবাবু ডাক পেয়েছেন, অমিত শাহকে বলছে পাপ্পু, নিজে অ্যাপু, পিসির দৌলতে জায়গা পেয়েছে, যদি বিজেপিতে থাকতো বুথ সভাপতিও বানাতাম না।” এরপর আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপি নেতা বলেন, ‘বাপের বেটা হলে সুকান্তর বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দেখাও। পশ্চিমবঙ্গে পিসির চপ আর ঢপ শিল্প চলছে।’ পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতেও এদিন তীব্র আক্রমণ শানাতে শোনা যায় বিজেপির রাজ্য সভাপতির মুখে।

নিউজ নন্দীগ্রাম

লরির ধাক্কায় মহিলার মৃত্যুতে চাঞ্চল্য নন্দীগ্রাম

লরির ধাক্কায় মহিলার মৃত্যুতে চাঞ্চল্য নন্দীগ্রাম   

     

লরির ধাক্কায় মহিলার মৃত্যুতে চাঞ্চল্য নন্দীগ্রাম

                        দাবদাহ লাইভ, নন্দীগ্রাম, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকের চন্ডিপুর রাজ্য সড়কে রতনপুর বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি ট্রাক।  ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেলের পিছনে বসা এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত মহিলার নাম লীলা রানী দাস, বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। স্বামীর নাম নিতাই দাস, তবে এই ঘটনায় সাইকেলের চালক মৃতার স্বামী সামান্য আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মৃত মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে নন্দীগ্রাম থানার পুলিশ। আটক করা হয়েছে ঘাতক লরিটিকে, তবে লরির চালক পলাতক। মহিলার  মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রামের রতনপুর এলাকায়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন।  অবরোধের কারণে তৈরি হয় যান জট। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে স্বাভাবিক হয় যান চলাচল।

নিউজ এক ঝলকে

Here's to Click.

Powered By:

Here's.

Powered By:

Here's.

Powered By:
১৩ সেপ্টেম্ব র বিজেপির নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডা   
User Review
84.67% (3 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment