ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জানাতে বারাসাত-২ র্যালি
দাবদাহ লাইভ, বারাসাত, রুহুল আমীনঃ উত্তর ২৪ পরগনার জেলার বারাসাত-২ ব্লকে বেলিয়াঘাটা থেকে কাঁচকল মোড় পর্যন্ত ৫ কিলোমিটার পথ হেঁটে মিছিল ও র্যালি কর্মসূচীতে এলাকার মানুষ অংশ নেন। বেলিয়াঘাটাবাসীরা পিছিয়ে নেই; মুখ্যমন্ত্রীর নির্দেশ মত এই র্যালিতে উপস্থিত ছিলেন ফলদি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান মনু, নন্দগোপাল মন্ডল, তারক দত্ত, তপু মন্ডল, আব্বাস, আতিয়ার,জিতু ঘোষ সহ আরো অনেক নেতৃত্ব এবং ক্লাব সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান মুজিবুর রহমান মনু জানান বাংলার শ্রেষ্ঠ দুর্গোৎসবকে ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ তালিকায় অন্তর্ভূক্তির জন্য এই মিছিল এবং আমাদের সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে দশ হাজার টাকা অনুদান বেশী দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে।
Hello! This is the Gutenberg block you can edit directly from the WPBakery Page Builder.














