দেশীয় প্রযুক্তিতে তৈরী যুদ্ধবিমান বাহী রণতরীর যাত্রার সূচনা
দেশীয় প্রযুক্তি ব্যবহারে তৈরী যুদ্ধবিমান বাহী রণতরী আইএনএস বিক্রান্ত সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে কোচির শীপইয়ার্ড থেকে যাত্রা শুরু করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই প্রথম ভারত কোন রণতরী তৈরী করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন।
অনলাইন প্রতারণার অভিযোগে ধৃত অভিযুক্ত
83.5%









