অনলাইন প্রতারণার অভিযোগে ধৃত অভিযুক্ত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অনলাইন মারফত ব্যাঙ্কিং পরিষেবার নাম করে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমান অর্থ গায়েব হয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলে প্রকাশ্যে আসে জামতারা গ্যাং এর কার্যকলাপ। প্রতারক এখন পুলিশের হেফাজতে। পুলিশ সূত্রে জানা যায় এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই মর্মে যে ইন্টারনেট মারফত ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের ফোন নাম্বার জোগাড় করে ওয়াসিম আনসারি নামে এক ব্যাক্তি নিজেকে একজন ব্যাঙ্ক কর্মী হিসেবে পরিচয় দিয়ে অভিযোগকারীকে ফোন করে। এরপর মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের সুযোগ সুবিধার কথা জানিয়ে তাঁকে একটি সফটওয়্যার এর লিংক পাঠিয়ে সেটিকে ডাউনলোড করতে বলে ওই ভুয়ো ব্যাঙ্ক কর্মী। এরপর যেমন কথা তেমনি কাজ। সফটওয়্যারটি ডাউনলোড করা মাত্রই মোবাইলের ব্যাঙ্কিং অ্যাপ ব্যাবহার করতে শুরু করে সেই ভুয়ো পরিচয়ের ব্যাঙ্ক কর্মী। পরে অভিযোগকারী জানতে পারেন তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা উধাও হয়ে গেছে। এরপরই তিনি হন্তদন্ত হয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার দারস্থ হয়ে ঘটনাটি বিস্তারিত জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জামতারা গ্যাং এর হদিশ পায় পুলিশ। ওই গ্যাং এর সদস্যরা ওইরূপ পদ্ধতিতে সাধারন মানুষদের সাথে প্রতারণা করে, অভিযুক্ত ওই গ্যাং এর সদস্য বলে জানায় পুলিশ। পাশাপাশি পুলিশ জানায় অভিযোগকারীর গায়েব হওয়া টাকা জামতারা গ্যাং এর সদস্য অভিযুক্ত ওয়াসিম আনসারির অ্যাকাউন্টে পৌঁছেছিল। বিষয়টি জানাতে পেরে জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তকে তলব করলে সে থানায় না গিয়ে আদালতে জামিনের আবেদন জানায়। আদালত অভিযুক্তর আবেদন খারিজ করে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশের হেফাজতে থাকাকালীন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ওই গ্যাং এর সাথে আর কে বা কারা যুক্ত, চক্রের মুল পান্ডার খোঁজ চালানো হবে বলে জানায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।








