পুত্রের প্রহারে অসুস্থ পিতা চিকিৎসাধীন
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মদ্যপ পুত্রের প্রহারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পিতা। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গুনধর পুত্রকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাতে হাবরার ইতিনা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহাকুমার হাবরা থানার অন্তর্গত বানিপুর ইতিনা বাজার এলাকার বাসিন্দা অখিল তালুকদারের পুত্র ২৫ বছরের অনিমেষ তালুকদার শুক্রবার সন্ধ্যায় সুরা পান করে বাড়িতে প্রবেশ করা মাত্রই চিৎকার চেঁচামেচি নানান কটুবাক্য প্রয়োগ করতে শুরু করে। বেশ কিছুক্ষন চুপচাপ থাকলেও সহ্যের সীমা লঙ্ঘন করায় পিতা অখিল তালুকদার তাঁর মদ্যপ পুত্রকে বকাবকি শুরু করেন। এরপর ক্রোধের বশবর্তী হয়ে পিতামাতাকে প্রহার করে গুণধর পুত্র অনিমেষ। পুত্রের প্রহারে পিতা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে গুণধর ছেলের পিতা মাতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক ওই মদ্যপ ছেলের মাতাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। পাশাপাশি পিতার অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন চিকিৎসক। বর্তমানে সেখানেই পিতা অখিলবাবু চিকিৎসাধীন। এরপর পরিবারের পক্ষ থেকে হাবরা থানায় ওই ঘটনার বিবরণ জানিয়ে অনিমেষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এদিন রাতেই অনিমেষকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক অশান্তির কারণে প্রায়শই ধৃত অনিমেষ তাঁর পিতা-মাতাকে প্রহার করতো। পিতামাতাকে প্রহারের অভিযোগে ধৃতের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে শনিবার বারাসাত আদালতে ধৃতকে পেশ করে হাবরা থানার পুলিশ।




