ঘুষ দিয়ে চাকরি না মেলায় তৃণমূল নেতাকে পিটুনি
দাবদাহ লাইভ, খড়গপুর, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে। লক্ষাধিক টাকা দেওয়ার পরেও চাকরি না মেলায় আজ ওই তৃণমূল নেতাকে গাছে বেঁধে বেধড়ক পেটায় জনতা। পুলিশ এসে উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করে তৃণমূল নেতাকে। অভিযুক্ত নেতার নাম দিলীপ পাত্র। স্থানীয় সূত্রে জানা যায় , আড়াই বছর আগে ডেবরা থানার মাড়াতলা এলাকার বাসিন্দা অরুণ হাঁসদার কাছ থেকে রেলে চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন ওই তৃণমূল নেতা। একমাসের জন্য রেলের একটি ওয়ার্কশপে প্রশিক্ষণেও পাঠান অরুণকে। কিন্তু প্রশিক্ষণ শেষে চাকরি না মেলায় গ্রামে ফিরে টাকা ফেরৎ দেওয়ার জন্য দিলীপকে চাপ দিতে থাকেন অরুণ। একের পর এক তারিখ দিলেও টাকা ফেরত দেননি দিলীপ। ধৈর্য্য হারিয়ে টাকা ফেরতের দাবিতে শনিবার সকালে সাড়ে ১১টা নাগাদ বালিচক গ্রামে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে হানা দেন অরুণ ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য। দিলীপকে তুলে এনে মাড়াতলা উপস্বাস্থ্য কেন্দ্রের পিছনের মাঠে গাছে বেঁধে বেধড়ক মারধর করে। প্রায় সাড়ে তিনঘণ্টা গাছে বেঁধে রাখা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এসে দিলীপ পাত্রকে উদ্ধার করে। পুলিশের সামনে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা। পুলিশের উপস্থিতিতে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ১ লক্ষ টাকা ফেরৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ স্বতঃ প্রণোদিত মামলা দায়ের করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।









