ধ্বসে যাওয়া নদীবাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বিপজ্জনক নদীবাঁধে পুনরায় ধ্বস নামায় আতঙ্কিত এলাকাবাসীরা। অবিলম্বে ওই বাঁধ সংস্কারের দাবি জানায় তারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের পশ্চিম আতাপুর গ্রামে। পশ্চিম আতাপুর গ্রামের কলাগাছি নদীবাঁধ এর প্রায় ১০০ মিটার খুবই বিপজ্জনক অবস্থায় থাকার পরেও বৃহস্পতিবার দুপুরে এই নদী বাঁধের বেশ কিছুটা অংশে আচমকাই ধ্বস নামে। নদীবাঁধে ধ্বস নামায় স্বভাবতই বহু গ্রাম প্লাবিত হবার আশঙ্কায় প্রমাদ গুনছে এলাকার কয়েকশো পরিবার। আতঙ্কিত এলাকাবাসীদের কথায় সামনেই কলাকাটি ও পান্তাভাসানো গণ। ওই সময় পশ্চিম আতাপুরের কলাগাছি নদীর জলের উচ্ছাসে নদীবাঁধ ভেঙে গেলে বেশ কিছু গ্রাম প্লাবিত হবে। ফলে বিপুল পরিমান ক্ষতির সম্মুখীন হতে হবে গ্রামবাসীদের। তাই ওই গণের আগে যাতে নদীবাঁধ সংস্কার করা হয় তার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন বলে জানান তাঁরা। অবিলম্বে গণের আগেই জরাজীর্ণ অবস্থায় থাকা কলাগাছি নদী বাঁধ সংস্কার করার দাবি জানায় আতাপুরের গ্রামবাসীরা। এখন দেখার বিষয় সেচ দপ্তর এর পক্ষ থেকে ওই নদীবাঁধ সংস্কারের কাজ কবে থেকে শুরু হয়।








