সাপের কামড়ে মৃতদেহ কলার ভেলায় নদীতে সৎকার
দাবদাহ লাইভ, সন্দেশখালি, রুহুল আমিনঃ একটা সময়ে সাপের দংশনে কেউ মারা গেলে নদী বা সমুদ্রে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হতো। যদি আবার বেঁচে যায়। পুরাণের সেই কাহিনী আজও মানুষের কাছে গ্রহনীয়। সেই প্রথা আজও যে মানুষ বিশ্বাস করে তার প্রমাণ মিলল উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতে। এখানেও এক মৃতদেহ ঘিরে এই প্রথা দেখল গ্রামের মানুষ। সেই পুরনো যুগের প্রথা অনুযায়ী মৃতদেহকে কলার ভেলাতে ভাসিয়ে দেয় তার পরিবার। উল্লেখ্য, প্রত্যন্ত সুন্দরবনের সন্দেশখালি ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের ১৭৫ নম্বর বুথের বাসিন্দা স্বপন কুমার মৃধা পুকুর ঘাটে পা ধুতে গিয়ে এক বিষধর সাপ কামড়ালে খুলনা গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয়। সেখানে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে এলাকাতে বহু মানুষ আতঙ্কিত রয়েছে। তার পরিবারে একটা শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে মৃত্যু ব্যক্তি ভ্যান চালিয়ে দিন আনা দিন খাওয়া। স্ত্রী ও চার মেয়ে, এক ছেলে রয়েছে।














