টাকীতে পুলিশ দিবস উপলক্ষে পুলিশের বাইক র্যালি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ১ লা সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসেবে পালিত হয়। বিভিন্ন জেলার পাশাপাশি এদিন হাসনাবাদের টাকীতে জনসচেতনতায় পুলিশের পক্ষ থেকে এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত হাসনাবাদের টাকীতে বৃহস্পতিবার পুলিশ দিবস উপলক্ষে হাসনাবাদ থানা ও হাসনাবাদ ট্রাফিক গার্ডের উদ্যোগে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এই বাইক র্যালি হাসনাবাদ থানা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে টাকী রাজবাড়ী ঘাটে শেষ হয়। এদিনের ওই র্যালিতে নেতৃত্ব দেন হাসনাবাদের এসডিপিও দেবদাস ঘোষ ও হাসনাবাদ থানার আধিকারিক কৃষ্ণেন্দু ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন থানার অফিসার সহ সিভিক ভলেন্টিয়ার্সরা। এদিন সেভ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত ব্যানার হাতে নিয়ে বাইক র্যালিতে যোগদান করেন পুলিশকর্মীরা। ব্যানার হাতে নিয়ে বাইক র্যালির মাধ্যমে পথচলতি সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এদিন ওইরূপ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এসডিপিও।








