ফলন্ত শশা গাছ উপড়ে ফেলার অভিযোগে চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহাঃ রাতের অন্ধকারে ১০ কাঠা জমিতে থাকা ফলন্ত শশা গাছ উপড়ে ফেলে দুষ্কৃতকারীরা। পুজোর মরশুমে ওইরূপ ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার দেগঙ্গা থানার অন্তর্গত দিঘির আটির চাঁদপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় পুজোর মরশুমে বিভিন্ন ফলের পাশাপাশি শশার চাহিদা অনেকাংশেই বেশি হওয়ায় স্থানীয় সিরাজুল ইসলাম নামে এক কৃষক তাঁর ১০ কাঠা জমিতে শশা চাষ করে। গাছে ফলনও ধরেছিল বেশ। প্রতিদিনের ন্যায় এদিনও সকালে জমিতে গিয়ে ওই কৃষক দেখতে পান তাঁর জমির ফলন্ত শশা গাছগুলি মাটিতে নুইয়ে পড়ে আছে। রাতের অন্ধকারে তাঁর জমিতে থাকা শশা গাছের শিকড় মাটি থেকে একেবারে উপড়ে ফেলেছে দুষ্কৃতকারীরা। ফলে নষ্ট হয়ে গিয়েছে ফলন্ত শশা গাছগুলি। ওইরূপ ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পূজোর মরশুমে ওইরূপ ঘটনায় মানসিক দিক থেকে ভেঙে পড়েন ওই ক্ষতিগ্রস্ত কৃষক। ফলন্ত গাছগুলি নষ্ট করে দেওয়ায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। তাঁর কথায় রাতের অন্ধকারে কে বা কারা ফলন্ত শশা গাছের শিকড় উপড়ে ফেলে তাঁর এতবড় ক্ষতি করেছে তা তিনি জানেন না। তবে ওই ঘটনার কথা বিস্তারিত জানিয়ে দেগঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে তাঁর একটাই অনুরোধ যে ওইরূপ কর্মকান্ডের সাথে যুক্ত দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ।








