দুর্গাপূজার বিশ্ব হেরিটেজ স্বীকৃতিতে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতায় পদযাত্রা
দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ কোলকাতার দুর্গাপূজার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভূক্তির স্বীকৃতি বাঙালী মনে উৎফুল্ল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্গা পূজার রেশ এনে দেয়। উত্তর ২৪ পরগনা জেলায় বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে মধ্যমগ্রাম হেঁটেছেন জেলা সভাধিপতি বীণা মণ্ডল, সহকারী সভাধিপতি কৃষ্ণ গোপাল ব্যানার্জী, জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অতিরিক্ত জেলা শাসক তাহেরুজ্জামান, বারাসাত মহকুমা শাসক সোমা সাউ, বিধায়ক ও পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, বিধায়ক সব্যসাচী দত্ত, রহিমা মন্ডল, বিশ্বজিত দাস, বারাসাত ও মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় ও নিমাই ঘোষ প্রমুখ। মধ্যমগ্রামে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।















