বেহাল রাস্তা সংস্কারের আর্জি গ্রামবাসীদের
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় থাকা যাতায়াতের অনুপযুক্ত রাস্তা দ্রুত সংস্কার করার আর্জি জানায় স্থানীয় বাসিন্দারা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার দেগঙ্গা ব্লকের দোহারিয়া থেকে খেজুরডাঙা যাওয়ার একমাত্র যাতায়াতের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ওই রাস্তা দিয়ে চলতে গেলে রীতিমতো হিমসিম খেতে হয় স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের কথায় ওই রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ এলাকাবাসীর কাছে যে ৫ টি গ্রামের বাসিন্দা ওই রাস্তা দিয়েই যাতায়াত করে। গুরুত্বপূর্ন স্থান অর্থাৎ স্কুল, কলেজ, হাট, বাজার, হাসপাতাল, অফিস, আদালতে যেতে গেলে ওই রাস্তাটাই একমাত্র ভরসা। ইঁট সুড়কি দিয়ে তৈরী রাস্তাটি বিগত ৩০ বছর যাবত একই অবস্থায় রয়েছে। গাড়ি ঘোড়া যাতায়াতের ফলে রাস্তার কিছু জায়গা বসে গিয়েছে, বর্ষার জলে সুড়কি ধুয়ে যাওয়ায় ইঁট বেরিয়ে পড়ে, ফলে প্রায়শই ঘটে দূর্ঘটনা। বর্ষার সময় রাস্তায় জল জমে থাকায় বোঝার উপায় থাকে না কোন জায়গা দিয়ে গেলে দূর্ঘটনা ঘটার আশঙ্কা নেই। তারা আরও বলেন বড়সড় দূর্ঘটনা ঘটলে পঞ্চায়েত ও জেলা পরিষদের সদস্যরা ওই রাস্তায় আসে, দু গাড়ি ইঁট সুড়কি ফেলে চলে যায় বলে অভিযোগ। এ বছর ওই রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে যাতায়াতের ক্ষেত্রে একেবারেই অনুপযুক্ত হয়ে উঠেছে। ওই রাস্তায় যাতায়াতকারী মানুষের কথা মাথায় রেখে অবিলম্বে ওই রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করার আর্জি জানায় স্থানীয় গ্রামবাসীরা। এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল জানান ওই রাস্তা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নথি জেলা পূর্ত দপ্তরের কাছে জমা দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী দ্রুত রাস্তার কাজ শুরু হবে বলে জানান তিনি।














