মিড ডে মিলের চাল চুরির ঘটনায় চাঞ্চল্য মাটিয়াগাছায়
তদন্তের আশ্বাস প্রশাসনের
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহাঃ স্কুলের গেট ও একটি শ্রেণিকক্ষের দরজার তালা ভেঙে চালের বস্তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি পর্যবেক্ষণ করে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াগাছা রুহিতনপুর নিম্ন বুনিয়াদী স্কুলে ঘটনাটি ঘটে। স্কুলের গেট সহ মিড ডে মিলের সামগ্রী থাকা কক্ষের দরজায় মোট ৩ টি তালা ভেঙে চালের বস্তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্কুলের পড়ুয়ারা, শিক্ষকমন্ডলী ও রান্নার লোক এদিন সকালে স্কুলে পৌঁছাতেই তাঁদের নজরে আসে স্কুল গেটের তালা ভাঙা, এমনকি স্কুলের শ্রেণীকক্ষে মজুত রাখা মিড ডে মিলের সামগ্রী থেকে উধাও চালের বস্তা। এরপরই চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পর্যবেক্ষণ করে চলে যায়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল অদুত মন্ডল জানান ওই স্কুলে মোট ২৩৩ জন পড়ুয়া বর্তমানে রয়েছে। বিগত কয়েক বছর যাবত ওই স্কুলে চুরির মত ঘটনা ক্রমশই ঘটে চলেছে। পূর্বেও শ্রেণীকক্ষে থাকা ফ্যান, রান্নার বাসনপত্র ধাপে ধাপে চুরি হয়েছে। দুষ্কৃতকারীদের এবার নজর পড়েছে স্কুল পড়ুয়াদের জন্য মজুত রাখা মিড ডে মিলের খাদ্য সামগ্রীর উপর। আগের দিন রাতে স্কুলের গেট ও শ্রেণীকক্ষের তালা ভেঙে প্রায় এক কুইন্টাল চালের বস্তা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতকারীরা। প্রতিবারই স্কুলে ঘটে যাওয়া চুরির ঘটনা স্থানীয় থানা, বিডিও, পঞ্চায়েত সহ এক্সিকিউটিভ মেম্বারদের জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক। বারংবার ওই স্কুলে চুরির মতো ঘটনা কবে বন্ধ হবে, কবে অভিযুক্তরা তাদের অপরাধের যোগ্য শাস্তি পাবে, আদৌ কি অপরাধী ধরা পড়বে, এ নিয়ে রীতিমতো সংশয়ে শিক্ষকমন্ডলী। প্রশাসন মন্ডলীর কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান প্রধান শিক্ষক। পুলিশ সূত্রে জানা যায় বারবার ওই স্কুলেই কেন চুরির মত ঘটনা ঘটছে, কে বা কারা ওইরূপ কর্মকান্ডের সাথে জড়িত, শেষমেশ বাচ্চাদের জন্য রাখা খাদ্য সামগ্রী থেকে চাল নিয়ে চম্পট! বিষয়টি নিয়ে চিন্তিত তাঁরাও। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।


























