রেশন গ্রাহকদের হয়রানির অভিযোগে উত্তেজনা ভাটপাড়ায়
টালবাহানা করায় এক রেশন ডিলার এর বিরুদ্ধে গর্জে ওঠে ক্ষুব্ধ গ্রাহকেরা। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
সংবাদমাধ্যমের কর্মীদের দেখে পালিয়ে যায় রেশন ডিলার। মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রথতলা বাজার সংলগ্ন
ফিঙ্গা পাড়ার ৪৭ নং আনন্দ ব্যানার্জী রোডে অবস্থিত ৫৪ নম্বর রেশন দোকানের অধীনস্ত গ্রাহকদের দীর্ঘদিন যাবত
রেশন সামগ্রী দেওয়া নিয়ে চরম হয়রানি করার অভিযোগে রেশন ডিলার রবীন্দ্রনাথ সাধুখাঁ-এর বিরুদ্ধে গর্জে ওঠে ক্ষুব্ধ
গ্রাহকেরা। ক্ষুব্ধ গ্রাহকদের কথায় তাঁদের কার্ড থাকা সত্ত্বেও রেশন সামগ্রী দেওয়া নিয়ে টালবাহানা করার পাশাপাশি ন্যায্য
প্রাপ্যের তুলনায় সামগ্রী কম দেওয়া, দোকানে পরিমানের তুলনায় কম রেশন সামগ্রী আনার ফলে দীর্ঘ সময় লাইন দিয়ে
দাঁড়িয়েও গ্রাহকেরা সামগ্রী নিতে পারে না। তার পরিবর্তে একটি করে কুপন তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে
তাঁরা সেই ন্যায্য রেশন সামগ্রী থেকে বঞ্চিত হয়। প্রতিবাদ করলে গ্রাহকদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রেশন
ডিলারের বিরুদ্ধে। ডিলার পালিয়ে যাওয়ায় এ প্রসঙ্গে রেশন দোকানের এক কর্মী জানায় দোকান তুলনামূলকভাবে ছোটো
হওয়ার জন্য একবারে মাল মজুত সম্ভব হয় না। তাই কয়েক ধাপে গ্রাহকদের রেশন সামগ্রী দেওয়া হয়। রেশন সামগ্রী না
পাওয়ায় মূলত হয়রানির শিকার হয়ে গ্রাহকদের ক্ষোভ প্রকাশের ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মিলি দত্ত জানান রেশন
গ্রাহকেরা তাঁদের ন্যায্য রেশন সামগ্রী অবশ্যই পাবে। একইসাথে ডিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি
ডিলার দোষী প্রমানিত হলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদমাধ্যমকে জানান তিনি।
নিউজ এক নজরে
দাবদাহ লাইভ শিরোনাম
নিউজ এক নজরে
January 22, 2026
|
No Comments
January 20, 2026
January 20, 2026
January 19, 2026
January 18, 2026
রেশন গ্রাহকদের হয়রানির অভিযোগে উত্তেজনা ভাটপাড়ায়
86%














