চেতনা পত্রিকার বর্ষ পূর্তি অনুষ্ঠান বারাসতে
দাবদাহ, অক্ষয় গুছাইত, বারাসতঃ একঝাঁক গুণী মানুষের উপস্থিতিতে বারাসতের চারুকলা আর্ট গ্যালারিতে সাড়ম্বরে পালিত হলো চেতনা পত্রিকার বর্ষ পূর্তি অনুষ্ঠান। ভাটরা গলির আর্ট গ্যালারিতে উপছে পড়েছিল ভিড়। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও দলিত আন্দোলনের উজ্বল মুখ সন্মানীয় কপিলকৃষ্ণ ঠাকুর । শিস পত্রিকার সম্পাদক কবি স্বপনচক্রবর্তী, বিশিষ্ট কথাকার সুরঞ্জণ প্রামাণিক, কথাকার শম্ভু ভট্টাচার্য, পথসংকেত পত্রিকার সম্পাদক নারায়ন বিশ্বাস, এসেছিলেন গল্পকার উপল মুখোপাধ্যায়, উদয় রায়, কবি নিত্যানন্দ দাশ, গণসংগীত শিল্পী অমিত রায়। এছাড়াও বারাসাতের বেশ কিছু লিটল ম্যাগাজিনের সম্পাদক বন্ধুরা, এবং স্থানীয় গণ আন্দোলনের পরিচিত সমাজকর্মী শৈলেন ভট্টাচার্য , নীলকন্ঠ আচার্য্য, নূর আবেদিন, চিত্রশিল্পী পুষ্পল ভট্টাচার্য্য , ইন্দ্রজিৎ বেরা সহ চেতনা পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য শান্তনু ভট্টাচার্য ও ঋষি ঘোষ । অনুষ্ঠানে ১৯ শতকের সামাজিক আন্দোলন ও কাঙাল হরিনাথকে নিয়ে গবেষণা এবং সমাজ গবেষণামূলক ভাবনাকে পাথেয় করে সুদীর্ঘ তিন দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে পত্রিকা সম্পাদনার জন্য সম্মানিত হন বিশিষ্ট কবি গবেষক,ড. অশোক চট্টোপাধ্যায় এবং মালদা জেলার মানিকচক, মোথাবাড়ি ও রতুয়া অঞ্চলের বাংলা-বিহার ও ঝাড়খণ্ড সীমানাবর্তী এলাকা গুলির প্রান্তিক লোকসংস্কৃতি নিয়ে গবেষণাধৰ্মী কাজের জন্য মালদা কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ড.দীপাঞ্জনা শর্মা।এছাড়াও কথাসাহিত্য বিভাগে সম্মানিত হলেন কবি ও গল্পকার নাফিসা খান। অশোক চট্টোপাধ্যায়, দীপাঞ্জনা শর্মা ও নাফিসা খানের মত গুণীজনদের চেতনা পত্রিকার পক্ষ থেকে প্রয়াত সম্পাদক কথাকার “চন্দন ঘোষ স্মারক সন্মাননা” প্রদান করতে পেরে গর্বিত হন চেতনা পত্রিকা গোষ্ঠী । “আর এস এস এবং কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ ” বিষয়ক একটি মনোজ্ঞ আলোচনাচক্রে বক্তব্য রাখেন লেখক কনিষ্ক চৌধুরী এবং অনিক পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য শুভাশিস মুখোপাধ্যায়। প্রাবন্ধিক মনসুর মণ্ডলের ৩৩টি প্রবন্ধের সংকলনগ্রন্থ “আরশিনগরের পড়শি” বইটি প্রকাশ করেন বিশিষ্ট কথা সাহিত্যিক কপিলকৃষ্ণ ঠাকুর। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গণ সঙ্গীত শিল্পী অমিত রায়। একদা জনপ্রিয় অভিষেক পত্রিকার সম্পাদক কবি ও সাংবাদিক নীলাদ্রি ভৌমিকের স্বরচিত কবিতা পাঠ আর্ট গ্যালারির দর্শকদের মুগ্ধ করে। রবীন দাসের মনোগ্রাহী সঞ্চালনা অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে।














