স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার এক জওয়ান
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তের উত্তর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঘোজাডাঙা সীমান্তের উত্তর পাড়া এলাকার বাসিন্দা নিরুপম সরকার নামে বিএসএফের ১১৮ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর একজন জওয়ান বর্তমানে সামসেদনগরে কর্মরত। নিরুপম বিবাহিত। ছুটিতে সে উত্তরপাড়ায় তাঁর বাড়িতে আসে। দিন চারেক আগে ওই জওয়ানের বাড়ি থেকে তাঁর স্ত্রী অঙ্কিতা সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ। স্ত্রী অঙ্কিতার সঙ্গে তাঁর প্রায়শই পারিবারিক অশান্তি হত। পারিবারিক অশান্তির জেরে স্ত্রী-কে মারধর করতো ওই জওয়ান। পারিবারিক অশান্তির জেরে ওই জওয়ান তার স্ত্রীকে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল বলে থানায় অভিযোগ দায়ের করে মৃতার বাপের বাড়ির পরিজনেরা। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতে ঘোজাডাঙার উত্তরপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার ধৃত জওয়ানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ছুটিতে বাড়িতে এসে ধৃত তাঁর স্ত্রী-কে কেন হত্যা করেছে, ওই হত্যার পিছনে অন্য কোনো কারন আছে কি না তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।









