ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি দত্তপুকুরে; অংশ নিয়েছেন মহকুমা শাসক
দাবদাহ লাইভ, বারাসাতঃডেঙ্গু প্রতিরোধে বিশেষ স্বচ্ছ ও পরিচ্ছন্নতার নিমিত্ত সচেতনতার র্যালি উত্তর ২৪ পরগণা জেলার দত্তপুকুর পঞ্চায়েতে। এই প্রচারে অংশ নেন বারাসাত মহকুমা শাসক সোমা সাউ।