টিএমসিপি-র সভায় চেয়ারে না থাকলে জিভ টানার নিদান মুখ্যমন্ত্রীর
দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাঃ শুরুতেই অন্য রাজ্যের সাথে তুলনামূলক এই রাজ্যের শিক্ষা সংক্রান্ত কাজের ফিরিস্তি। ১০ বছরে শুধু স্কুল কলেজ মিলিয়ে
১৬৩৯৭০ টা চাকরি দিয়েছি। কমপ্লেন আছে ২০০-থেকে ২৫০; সুযোগ দিলে সংশোধন করে দেওয়ার আশ্বাস তৃণমূল ছাত্র পরিষদের এই সভায়।
তৃণমূলের বিরুদ্ধে বদনাম, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে। রাজনীতি না করলে আর যদি এই চেয়ারে না থাকতাম বোনেদের বলতাম যারা মিথ্যা কথা রটনা করে তাদের জিভগুলো টেনে ছিঁড়ে ফেলে দিতে। আমরা লিস্ট করে রাখছি কারা বদনাম করছে। ‘পার্থ, অনুব্রত, ববি চোর, অভিষেক চোর, এমনকী আমাকেও চোর বলছে। আমরা সবাই চোর, আর ওরা সাধু? ‘ইডি, সিবিআই – কে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। ওরা জনগণের টাকা লুঠ করছে। বিজেপি বিদেশে টাকা পাচার করছে।’ ‘মহারাষ্ট্র, ঝাড়খণ্ডেটাকা দিয়ে সরকার ফেলা হচ্ছে। কত টাকা লেনদেন হয়েছে? কিন্তু বাংলায় হবে না।’ ‘আমাদের অফিসারদের দিল্লি ডাকা হচ্ছে। আমাদের অফিসারদের ডাকলে দিল্লির অফিসারদেরও ডাকা হবে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ ‘আপনাদের কোথায় কত টাকা লুকনো আছে সব জানি।’ ‘ববিকে গ্রেফতার করলে জানবেন সব সাজানো। একটা কথাও বিশ্বাস করবেন না। কেষ্টকে ওরা গ্রেফতার করেছে। ওঁর মতো সাহায্যকারী ছেলে আমি দেখিনি।’ রাজনীতিতে এসেছিলাম মাথা উঁচু করে আদর্শ নিয়ে সমাজসেবা করতে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












