সীমান্তে পাচারের পূর্বেই উদ্ধার বিপুল পরিমাণ রূপার গহনা
দাবদাহ লাইভ, স্বরুপনগর, বৈশাখী সাহাঃ বাংলাদেশে পাচারের পূর্বেই এক বাইক আরোহীর কাছ থেকে বিপুল পরিমাণ রূপার গহনা উদ্ধার করে ১১২ নাগা বিএন বিএসএফ-এর তারালি বিওপি-র জওয়ানরা। ভারত বাংলাদেশের তারালি সীমান্তের আমুদিয়া এলাকায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তারালি সীমান্ত দিয়ে বিপুল পরিমান রূপা পাচার হবে বলে সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রূপার গহনা উদ্ধার করে বিএসএফ এর জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা যায় সূত্র মারফত খবর পেয়ে ১১২ নাগা বিএন বিএসএফ এর তারালি বিওপি-র ইন্সপেক্টর লেকাদ মিঞার নেতৃত্বে এদিন তারালি সীমান্তে অভিযান চালানো হয়। আমুদিয়া এলাকা থেকে আসা একটি বাইককে দেখে সন্দেহ হওয়ায় ওই বাইক আরোহীকে দাঁড়াতে বলে কর্তব্যরত জওয়ানরা। সেই সময় বাইক আরোহী বাইকের গতি বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করলে বিএসএফ-এর জওয়ানরা তাঁর পিছু নেয় ও বাইক আরোহীকে ধরতে সক্ষম হয়। এরপর তল্লাশি চালিয়ে বাইকের ব্যাটারির বাক্সের মধ্য থেকে উদ্ধার হয় ৫ কিলো ২২০ গ্রাম ওজনের রূপার গহনা। গহনা উদ্ধারের পাশাপাশি তারালি সীমান্তের খলসি গ্রামের বাসিন্দা আসাদুল গাজি নামে ওই পাচারকারীকে তাঁর বাইক সহ আটক করে বিএসএফ-এর জওয়ানরা। গহনা, বাইক সহ ধৃত পাচারকারীকে স্বরূপনগরের তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে বিএসএফ সূত্রে খবর।














