দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ২
দাবদাহ লাইভ, আমডাঙ্গা, বৈশাখী সাহাঃ ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় দুটি গাড়ির চালক। এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় চালক দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার আমডাঙার গাদামারা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে একটি তেলের ট্যাঙ্কার ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বারাসাতের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। সেই সময় কৃষ্ণনগরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্যাঙ্কারে ধাক্কা মারলে ট্যাঙ্কারটি কাত হয়ে পড়ে তেল পড়ে যায় রাস্তায়। বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক দুজনেই গুরুতর জখম হয়। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর জঘম অবস্থায় চালক দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চালক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাদের বারাসাত মহকুমা হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করেছে আমডাঙার পুলিশ।


















