সাংবাদিক বৈঠকে পুলিশের চাকরগিরি বন্ধের নিদান সিপিএমের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ দার্জিলিং জেলা সিপিআইএম শিলিগুড়ি পুরনিগম অভিযানে সম্প্রতি সফল হয়েছে বলে এক সাংবাদিক বৈঠকে সাধারণ সম্পাদক সমন পাঠক দাবী করেন। তিনি আরও জানান, একই দিনে বোর্ড মিটিং রেখেছেন মেয়র তার কারণ তারা জানেন না। পাশাপাশি সকল দলীয় কর্মীদের তিনি অভিনন্দন জানান। যে দুই দলীয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্তে না ছাড়লে আন্দোলনের জন্য তৈরী থাকার নির্দেশও দিয়েছেন তিনি। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ঝরেন রায়, গৌতম ঘোষ, শরদিন্দু চক্রবর্তী ও মুন্সি নরুল ইসলাম ও জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার। জীবেশ বাবু জানান রাজ্য পুলিশ এখন সরকারের চাকর, যে ভাবে বলছে সেভাবেই তারা চলছে। এটা বন্ধ করার নিদান।














