Banner Top

সম্পত্তির বিবাদে শিশুকন্যার গায়ে অ্যাসিড ছুঁড়ল দাদু-দিদা 

 

 

সম্পত্তির বিবাদে শিশুকন্যার গায়ে অ্যাসিড ছুঁড়ল দাদু-দিদা

    দাবদাহ লাইভ, তমলুক,  অক্ষয় গুছাইতঃ  সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে নিজের নাতনির গায়ে অ্যাসিড ছুঁড়ে মারল দাদু-দিদিমা। বাদ গেল না মেয়েও। অ্যাসিড আক্রমণে গুরুতর জখম হয়েছেন মা ও তিন বছরের শিশুকন্যা। অ্যাসিড আক্রমনের এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার চকশ্রীকৃষ্ণপুর এলাকায়। আক্রান্ত মা ও শিশুর চিকিৎসা চলছে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকার বাসিন্দা বিশ্বজিত সামন্ত তাঁর স্ত্রী ও  তিন বছরের শিশুকন্যাকে নিয়ে তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় ভাড়া থাকতেন। বিশ্বজিতের নিমতৌড়ি এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। তাঁর স্ত্রী মৌমিতা মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরেই শ্বশুর-শাশুড়ির সম্পত্তিগত বিবাদ চলছিল। অভিযোগ, মৌমিতা এবং তার শিশুকন্যা ফুল তুলতে এলে শ্বশুর-শাশুড়ি তাঁদের মেয়ে ও নাতনির উপর চড়াও হয়। নাতনিকে অ্যাসিড ছুঁড়ে মারে মৌমিতার মা সন্ধ্যারানী সামন্ত ও বাবা রামপ্রসাদ সামন্ত। বাধা দিতে এসে আক্রান্ত হয় মৌমিতাও। সেখান থেকে কোনওরকমে দুজন পালিয়ে বিশ্বজিত বাবুর চায়ের দোকানে চলে আসেন। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। সেখানেই তাদের চিকিসার ব্যাবস্থা করা হয়। গোটা ঘটনায় তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শিলিগুড়ি

বৃষ্টিতে আটকে পড়া শিশু পড়ুয়ারা জলমগ্ন রাস্তা পারাপারে পুলিশের কোলে

বৃষ্টিতে আটকে পড়া শিশু পড়ুয়ারা জলমগ্ন রাস্তা পারাপারে পুলিশের কোলে

বৃষ্টিতে আটকে পড়া শিশু পড়ুয়ারা জলমগ্ন রাস্তা পারাপারে পুলিশের কোলে

    দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ফের মানবিক পুলিশ। স্কুল পড়ুয়াকে কোলে নিয়ে জলমগ্ন রাস্তা পার করে দিল পুলিশ। পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বিভিন্ন মহল। সম্প্রতি, প্রায় ঘন্টা খানেক মুষলধারে বৃষ্টি হয়। আর ওই বৃষ্টির ফলে চালসা মেটেলি রাজ্য সড়কের আইভিল যাওয়ার রাস্তার কালভার্টের ওপর দিয়ে জল বইতে থাকে। রাস্তা ওপর দিয়ে জল বয়ে যাওয়ার ফলে মেটেলি রাষ্ট্রভাষা ও মেটেলি হিন্দি মডেল স্কুলের বহু পড়ুয়া সহ সাধারণ মানুষ আটকে পড়ে। খবর পেয়ে ওই এলাকায় যায় মেটেলি থানার পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীরা প্যান্ট গুটিয়ে রাস্তার এক পারে আটকে থাকা স্কুল পড়ুয়াদের কোলে তুলে রাস্তার অপর প্রান্তে পৌঁছে দেয়। কালভার্টের নীচে আটকে থাকা আবর্জনাকে পরিষ্কার করতে দেখা যায় পুলিশ কর্মীদের। একে একে সব স্কুল পড়ুয়াকেই পুলিশ কোলে করে জলমগ্ন রাস্তা পার করিয়ে দেয়। খবর পেয়ে ওই এলাকায় পৌছান আইভিল চা বাগানে গ্রাম পঞ্চায়েত সদস্য বিধ্যাস খেরিয়া। তিনি জানান তিনি এই বিষয়টিকে দেখবেন।

নিউজ এক ঝলকে

খবর শিরোনাম

জেলার খবর

সম্পত্তির বিবাদে শিশুকন্যার গায়ে অ্যাসিড ছুঁড়ল দাদু-দিদা 
User Review
88.5% (4 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment