Banner Top

প্রশাসনিক তৎপরতায় পাচারের আগেই ট্রেন থেকে উদ্ধার গাঁজা

 পাচারের আগেই ট্রেন থেকে উদ্ধার গাঁজা

         দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  নৈহাটি জিআরপি-র পক্ষ থেকে ডাউন লোকাল ট্রেনে হানা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও ২ জন মহিলা পাচারকারীকে আটক করে নৈহাটি জিআরপি।  পাচারকারী দুই মহিলাকে কাঁকিনাড়া স্টেশনে নামিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে  গাঁজা পাচারের উদ্দেশ্যে বিধাননগরে নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য, সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নৈহাটি স্টেশন থেকে জিআরপির একটি টীম একটি লোকাল ট্রেনে উঠে তল্লাশি চালিয়ে উদ্ধার করা গাঁজাসহ দুই মহিলা পাচারকারীকে কাঁকিনাড়া স্টেশনে নামায়। জিআরপি সূত্রে জানা যায় সূত্র মারফত তাদের কাছে খবর আসে রানাঘাট থেকে প্রচুর পরিমাণ গাঁজা পাচার হচ্ছে। সেই অনুযায়ী এদিন নৈহাটি জিআরপি থানার আই সি বাসুদেব মল্লিকের নেতৃত্বে নৈহাটি স্টেশন থেকে শিয়ালদহ গামী একটি  লোকাল ট্রেনে হানা দিয়ে তল্লাশি অভিযান চালিয়ে দুজন সন্দেহভাজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় প্রায় ছয় কেজি গাঁজা। কে বা কারা এই কাজে যুক্ত তা’ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় জিআরপি আধিকারিক বাসুদেব মল্লিক।

নিউজ এক ঝলকে

নিউজ হেডলাইন

খবরের রকমফের

Voice For Public

Wishing  A  Happy  Journey  With Always DABADAHA  LIVE 

প্রশাসনিক তৎপরতায় পাচারের আগেই ট্রেন থেকে উদ্ধার গাঁজা

User Review


60%
(3 votes)

DABADAHA LIVE FOR GLOBAL PEOPLE

প্রশাসনিক তৎপরতায় পাচারের আগেই ট্রেন থেকে উদ্ধার গাঁজা
User Review
60% (3 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment