Banner Top

দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতার কনভয়  

দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতার কনভয়

           দাবদাহ লাইভ, তমলুক, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদিনীপুরে দীঘাগামী একটি ট্রাক ফের ধাক্কা মারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে। বিরোধী দলনেতার তেমন কোনও চোট লাগেনি বলে  জানা যায়।  তবে আহত হয়েছেন দুজন নিরাপত্তারক্ষী। সম্প্রতি শুভেন্দু অধিকারী যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার অন্তর্গত বেলিয়াতে ওই লরিটি আচমকাই তার গাড়ির পেছনে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। যার ফলে বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্বে থাকা সি আর পি এফের গাড়িটি একেবারেই ভেঙেচুরে যায়। খুলে যায় গাড়ির সামনের চাকা। ওই ট্রাকটি দীঘার দিকে যাচ্ছিল বলে সূত্রের খবর। জাতীয় সড়কে এই ধরনের দুর্ঘটনার ফলে সৃষ্টি হয় যানজট। তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় মারিশদা থানার পুলিশ। পুলিশের তত্‍পরতায় এরপর স্বাভাবিক হয় যান চলাচল। উল্লেখ্য, এর আগেও রাজ্যের বিরোধী দল নেতা একইরকম একটি পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন। পূর্বে শুভেন্দু অধিকারী তাঁর পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে তমলুক যাওয়ার পথে মারিশদা সংলগ্ন এলাকাতেই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই সময় গাড়ির সামনের অংশ ভেঙ্গে চুরে গিয়েছিল বলে জানা যায়। আর এবার যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তা পূর্বের ঘটনাস্থল থেকে খুব একটা দূরে নয়।

নিউজ এক ঝলকে

দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতার কনভয়  
User Review
84% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment