বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যুতে উত্তেজনা রামনগর
দাবদাহ লাইভ, কাঁথি, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদিনীপুরঃ রাস্তার উপর ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম নিমাই জানা, বয়স আনুমানিক ৩৫ বছর। যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের বড়রাংকুয়া গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গত দু’দিন ধরে ঝড়ের ফলে রাস্তার উপর ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায় বিদ্যুতের তার। বিদ্যুতের ওই ছেঁড়া লাইন মেরামতের জন্য বিদ্যুত্ দপ্তর কে বারংবার জানালেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সাফ জানিয়ে দেন টাকা না দিলে ছেঁড়া তার জোড়া হবে না। তারা আবার গ্রামবাসীদের নিজেদেরকেই সারাই করে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের চূড়ান্ত অবহেলার কারণেই ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুত্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ঘটে বলে জানান এলাকাবাসীরা। যুবকের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেঁটে পড়েন গ্রামবাসীরা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভের পাশাপাশি রাস্তা অবরোধ করেন তারা। গ্রামবাসীরা দাবি করেন অবিলম্বে মৃত যুবকের পরিবারকে উপযুক্ত ক্ষতি পুরনের ব্যবস্থার পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট কর্মীদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। ঘটনার খবর পেয়ে রামনগর থানার ওসি সৌরভ চিন্নার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।









