তারকেশ্বরে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ুয়াদের বিশেষ যুবা সাংসদ সভা
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ আজাদী কা অমৃত মহোৎসবে ছাত্র ছাত্রীদের মনোবল ও একাগ্রতা বাড়ানোর লক্ষ্যে, হুগলী জেলার তারকেশ্বর পৌর এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে এক বিশেষ যুবা সাংসদ সভা আয়োজিত হয়। এই দিনে তারকেশ্বর কেন্দ্রীয় বিদ্যালয় ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে অংশ নেন তারকেশ্বর বিডিও সুব্রত মল্লিক, কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল এস কে পান্ডে, বিশ্বজিৎ চন্দ্র, দিনকার কুমার সহ কেন্দ্রীয় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। প্রিন্সিপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তারকেশ্বর কেন্দ্রীয় বিদ্যালয়ের যুবা সাংসদ সভার আয়োজন করা হয়েছে যাহাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে সংসদ সম্বন্ধীয় একটা ধারণা পোষণ করতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যে বিদ্যালয় গুলি আছে সেই বিদ্যালয় গুলিতে এই ধরনের অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়; ইউথ পার্লামেন্টে ছাত্র-ছাত্রীদের শেখানো হয়।














