আলফা স্কোয়াডের রাখী বন্ধন ও ভ্রাতৃত্বের শপথ

জে সি ও ও বয়েজ উইংস কমান্ডার সায়ন পালকে রাখি পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন শিক্ষিকা সংগঠনের শর্মিষ্ঠা ঘোষ
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ প্রত্যেক বছরের মতো এবারও মহাসমারোহে জাতি বর্ণ নির্বিশেষে পালিত হল রাখি বন্ধন উৎসব। চলে মিষ্টি ও লাড্ডু পরিবেশন। বিভিন্ন জায়গা পরিক্রমা করার পর পুলিশ আধিকারিক থেকে সর্বস্তরের সকলকে রাখি পরিয়ে প্রদীপে ধূপে ধান দূর্বা দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে সাদরে সম্বর্ধনা জ্ঞাপন। আর এই মহতী কাজের মূল উদ্যোক্তা আলফা স্কোয়াডের কর্ণধার বিশাল রাই ও আশালতা রাই সহ সংস্থার সকল শিক্ষিকা ও ছাত্রী গণ। সংস্থার ফাউন্ডার বিশালরাই জানান, পবিত্র রাখি বন্ধন দিবসে বিশ্বের মানুষের কাছে আমদের বার্তা জাতির মধ্যে ভেদাভেদ নয়, নয় কোন রেষারেষি, কেবল-ই ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে একে অপরকে আলিঙ্গন ও বন্ধুত্বের মেলবন্ধনে এগিয়ে চলা।
নিউজ এক নজরে
নিউজ এক নজরে























