শুভেন্দু আক্রান্তের আশঙ্কায় বিস্ফোরক খড়গপুরে
দাবদাহ লাইভ, খড়্গপুর, অক্ষয় গুছাইতঃ বিশ্ব হিন্দু পরিষদের ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে শহীদ পরিবারকে তিরঙ্গা পরিবার ঘোষণা করা হয়। সেই উপলক্ষে খড়্গপুর শহরের স্থানীয় বিধায়ক হিরণ্ময় চট্টপাধ্যায়ের আমন্ত্রণে সম্প্রতি খড়্গপুর শহরে শহীদ বাপ্পাদিত্য খুটিয়ার পরিবারকে তিরঙ্গা পরিবার হিসেবে ঘোষণা করতে এবং বাপ্পাদিত্য-র মুর্তি উন্মোচন করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, “নাম না করে বেহালার মিটিং-এ মুখ্যমন্ত্রী যেভাবে আমার বিরুদ্ধে বলেছেন, তাতে আমি আশঙ্কা করছি আমি শারীরিকভাবে আক্রান্ত হতে পারি, আমি আক্রান্ত হলে তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে”। স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় গরিব কল্যাণ যোজনা প্রকল্পের নাম ভাঙ্গিয়ে ৯ কোটি মানুষকে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকারের মাইনরিটি স্কলারশিপ উৎকর্ষ বাংলা বলে চালানোর অভিযোগ করেন শুভেন্দু। পাশাপাশি তিনি রাজ্য সরকারের “খেলা দিবস” প্রসঙ্গে বলেন, “আজকের দিনে ১৯৪৬ সালে সুরাবর্দী খাঁ এর নেতৃত্বে দশ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল, সেইজন্য এখানকার শাসকদল সৌজন্যে দি গ্ৰেট ক্যালকাটা কিলিং এর নামে এই দিনটি অবজারভেশন করছে।” উল্লেখ্য, কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে আজাদী কা অমৃত মহোৎসব পালনে তিরঙ্গা যাত্রা করায় পুলিশী বাধার মুখে পড়তে হয়েছিল শুভেন্দুকে। এই নিয়ে বুধবার হাইকোর্ট রাজ্য পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং হলদিয়ার মহকুমা পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
নিউজ আপডেট এক নজরে



































