গোবরডাঙ্গা স্বপ্নচর আয়োজনে নাট্যোৎসব
দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তীঃ সম্প্রতি গোবরডাঙ্গা পৌর টাউন হলে স্বপ্নচরের ২৩তম বর্ষে পদার্পণের অনুষ্ঠান। এদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের প্রধান শান্তনু দাস, বেলুর রামকৃষ্ণ মিশনের অধ্যাপক দীপঙ্কর মল্লিক, গোবরডাঙ্গা শিল্পায়নের কর্ণধার তথা বিশিষ্ট নাট্য নির্দেশক আশিস চট্টোপাধ্যায়, শিক্ষিকা স্বপ্না গাঙ্গুলী প্রমুখ। এদিন অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের পর দু’টি নাটক মঞ্চস্থ হয়। প্রথমে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনি ও রাজার গল্পের কাহিনী নিয়ে স্বপ্নচরের “টুনটুনিলো” এবং তারপর মঞ্চস্থ হয় গোবরডাঙ্গা শিল্পায়নের “খোয়াব”। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে এদিনের এই অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।































