বারাসাত প্রেস ক্লাব জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭৫ তম বর্ষ পুর্তি স্বাধীনতা দিবস পালিত হয়।
স্বাধীনতার দিনে ব্যারাকপুরের অঙ্গিকার
উড়ন্ত নিশানই লক্ষ্য উন্নতির শিখর
উড়ন্ত নিশানই লক্ষ্য উন্নতির শিখর
রাস্তা-ড্রেন সংস্কার অগ্রাধীকার ব্যারাকপুরে
উড়ন্ত নিশানই লক্ষ্য উন্নতির শিখর
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ বিধানসভায় জেতার পর বারাকপুর রেলওয়ে স্টেশন থেকে ১৫ নম্বর রেলগেট পর্যন্ত ঘোষপাড়া রাস্তাটিকে উন্নত মানের করিয়ে দেব বলে জানালেন বিধায়ক রাজ চক্রবর্তী। কেননা প্রত্যেক বছর শুনেছি এই রাস্তাতে হাটু ছাপিয়ে জল জমে থাকে; দীর্ঘদিন ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যান, পাবলিক, বাইক-স্কুটার আরোহী, সাইকেল যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে কোথায় গর্ত কোথায় খন্দ বা ড্রেন কেউ জানে না। সুতরাং রাস্তার দিকে খুবই উন্নত মানের করা হয়েছে এছাড়াও বারাকপুর স্টেশন এর আশপাশ সংলগ্ন যেসব দোকানপাট নোংরা আবর্জনা বিভিন্ন দিকে রয়েছে এই সমস্ত জায়গা গুলোকে সংস্কার করা হবে। বারাকপুর স্টেশন কে এবং ব্যারাকপুর শহরকে আরো সুন্দর ও নতুন রূপে উপহার দেওয়ার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকারের আশীর্বাদে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি জানান এখনো অনেক পরিকল্পনা রয়েছে ধীরে ধীরে আমরা সেগুলো বারাকপুরবাসীকে উপহার দেব আগামীতে কি করব আর না করব এখনই তা প্রকাশ করবো না। মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো অভিনব এই উদ্যোগ যা সমগ্র মানুষের কাছে এক আনন্দের উপহার তুলে দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী এই কথা চিন্তা করে যে ব্যারাকপুর একটি ঐতিহাসিক জায়গা এবার ব্যারাকপুরের প্রচুর ইতিহাস বিজড়িত তাই ব্যারাকপুর কে আরো উন্নতির মাধ্যমে তুলে ধরাই হবে আমাদের লক্ষ্য। এই হাই মাস্ট এর নাম হয়েছে “উড়ন্ত নিশান” যা আরও উর্ধ্বে উঠবে, এগিয়ে চলবে রাজ্যের উন্নয়ন।
স্বাধীনতার দিন ভারতীয়দের শপথের দিন
বারাসাত পৌরসভার ২৪ নং ওয়ার্ডে তৃণমূলের উদ্দ্যোগে জাতীয় পতাকা