পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত ৩ আহত ১৭
দাবদাহ লাইভ, মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন বাসের চালক সহ তিনজন, আহত হয়েছেন শিশু ও মহিলা সহ সতেরো জনেরও বেশি। মৃত ও আহতদের উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং গড়বেতা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, জেলার গড়বেতা এলাকায় গোয়ালতোড় গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গড়বেতা থানার তুলসীচটি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুপুর একটা – দেড়টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী বোঝাই বাসটি তুলসীচটি এলাকায় দাঁড়িয়ে ছিল। মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসে। ট্রাকের ধাক্কায় বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় মানুষজন দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা
জয়পুরে বাবা পঞ্চানন মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে বিচিত্রানুষ্ঠান
জয়পুরে বাবা পঞ্চানন মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে বিচিত্রানুষ্ঠান
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ হাওড়া জেলার জয়পুর থানার জয়পুর দক্ষিণপাড়া পঞ্চাননতলায় আজ থেকে দু’দিন ব্যাপী বাবা পঞ্চানন মন্দির কমিটি আয়োজনে ও জয়পুর নেতাজি যুবক সংঘের সহযোগিতায় বাবা পঞ্চানন-এর বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে,আগামীকাল শেষ হবে। অনুষ্ঠান সূচিতে আছে আঁকা,মোমবাতি প্রজ্জ্বলন,শঙ্খ বাদন,হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতা,নতুন প্রতিভা বিকাশে নৃত্যানুষ্ঠান,বাউল গান,জাতীয় ও সংঘের পতাকা উত্তোলন। বাবা পঞ্চানন এর পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ, এলাকার দুঃস্থদের বস্ত্র সহযোগিতা,পুরস্কার বিতরণ, বিশিষ্ঠ শিল্পী সমন্বয়ে মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান। এই দুই দিনের অনুষ্ঠানে জয়পুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এলাকায় মশা বাহিত রোগ প্রতিরোধ ও প্লাস্টিক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা গড়ে তুলতে এলাকার গ্রামীণ সম্পদ কর্মী ও তাদের সহযোগী কর্মীদল প্রচার অভিযান চালায়। আঁকার তিনটি বিভাগে ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিষয় ছিলো যেমন খুশি,বর্ষার চিত্র, প্লাস্টিক মুক্ত সমাজ। মোমবাতি,শঙ্খ বাদন প্রতিযোগিতায় এলাকার ৪০ জন মহিলা অংশগ্রহণ করেন। হাড়িভাঙ্গা প্রতিযোগিতায় এলাকার ৪০ জন মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। এলাকার ১০০ জন দরিদ্র অসহায় মহিলাকে বস্ত্র সহযোগিতা করা হয়। এলাকার প্রায় ৫০ জন নৃত্য শিল্পী নৃত্যে অংশ নেবে বলে জানা যায়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুকান্ত পাল,জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সুভাষ বর, নুর ইসলাম মল্লিক, বিশিষ্ট সমাজ কর্মী সুদীপ বসু ও নির্মল মাল, গ্রামীণ চিকিৎসক কুন্তল মালিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুজিত পাল। মন্দির কমিটির সভাপতি গোপাল বাগ ও সম্পাদক গৌরী শঙ্কর চক্রবর্তী,সংঘের সম্পাদক সরল বসু আমাদের প্রতিনিধিকে জানান এলাকার কয়েক হাজার ভক্ত নভেল করোনার সকল নিয়ম মেনে পূজায় সমবেত হবেন।
























