তুলসীবেড়িয়ায় স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতর দরগা শরীফের অন্তর্ভুক্ত মহিলা পরিচালিত পাঠাগারের আয়োজনে ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাঠাগারের পাঠক, অভিভাবক, অভিভাবিকা ও যোগব্যায়ম শিক্ষা কেন্দ্রের ছাত্র – ছাত্রী প্রশিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে যথাযথ মর্যাদার সাথে, ভারতের জাতীয় পতাকা উত্তোলন, অমর শহীদ স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে আলোচনা ও মিষ্টি মুখ করা হয় বলে জানা যায়। তুলসীবেড়িয়া দরগা শরীফের পীর শাহ সূফী রফিকুল ইসলাম খান দাবদাহ লাইভের প্রতিনিধিকে বলেন, দরবারের পক্ষে থেকে সামাজিক সচেতনতা সেবা, শিক্ষা, স্বাস্থ্য, ইত্যাদি সম্পর্কে সারা বছরই, দেশেও বিদেশে ভক্ত ও শিষ্য,দর্শনার্থীদের উপস্থিত ও অংশ গ্রহণে সহযোগিতায় কর্মযজ্ঞ চলে আসছে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পীরজাদা সইদুল ইসলাম খাঁন সাহেব, উত্তম কুমার মন্ডল, নাফিসা খাতুন, আবিদা সুলতানা, কোকিলা বেগম ও আরো অনেকে।
নিউজ এক নজরে




































