Banner Top

রামকৃষ্ণ মিশন প্রথম নাট্য বিদ্যালয় স্বীকৃতি দিল 

 

রামকৃষ্ণ মিশন প্রথম নাট্য বিদ্যালয় স্বীকৃতি দিল

   দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তীঃ নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল ‘শিল্পায়ন’-এর ব্যবস্থাপনায় গড়ে উঠেছে স্টুডিও থিয়েটার তথা নাট্য বিদ্যালয় ও নাট্য গবেষণা কেন্দ্র৷ গোবরডাঙ্গা পৌরসভার বদান্যতায় ও ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক কর্তৃক অনুমোদিত অত্যাধুনিক সুব্যবস্থা সম্পন্ন  স্বপ্নের এই নির্মাণে রয়েছে শিক্ষার্থীদের প্রকৃত সুশিক্ষিত করে গড়ে তোলার রকমারি প্রয়াস৷ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সহযোগিতায় আগামী ৪ সেপ্টেম্বর নব কলেবরে নাট্য বিদ্যালয়ের আনুষ্ঠানিক শুভ সূচনার কথা আজ ৬ আগস্ট এক সাংবাদিক সম্মেলনে জানান, গোবরডাঙ্গা শিল্পায়নের প্রাণপুরুষ তথা নাট্যনির্দেশক আশিস চট্টোপাধ্যায়৷ আশিসবাবু বলেন, “এখানে আমাদের নিজস্ব সিলেবাস অনুযায়ী এক বছরের কোর্স করানো হবে৷ সার্টিফিকেট দেবে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির৷ আগামীতে এই বিদ্যালয় নিয়ে বৃহৎ চিন্তাভাবনা রয়েছে৷” সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যবিদ্যালয়ের শিক্ষক তথা চাঁদপাড়া অ্যাক্টোর নির্দেশক সুভাষ চক্রবর্তী, নাট্য বিদ্যালয়ের অধ্যক্ষা দীপা ব্রহ্ম প্রমুখ৷ বিদ্যালয়ের প্রশিক্ষক সুভাষ চক্রবর্তীর সংযোজন- “শিল্পায়নের দীর্ঘদিনের একটি স্বপ্নপূরণ হয়েছে৷ বেলুড়, বজবজ বসিরহাটের মত দূরদূরান্ত থেকে ছাত্র-ছাত্রীরা এখানে প্রশিক্ষণ নিতে আসছে৷ নাট্যাভিনয়ের জন্য ধারাবাহিক শিক্ষার প্রয়োজন৷ আগামীতে বাংলা থিয়েটারের দিশারী হয়ে উঠবে এই নাট্য বিদ্যালয়৷” অধ্যক্ষা দীপা ব্রহ্ম জানান, “আমরা গুরুকুলের মত করে শিক্ষার্থীদের হাতেকলমে নাটক শেখাই৷ গত ১২জুলাই বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সাথে আমাদের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ এটা আমাদের কাছে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে৷” ঐতিহ্য মন্ডিত প্রাচীন জনপদ গোবরডাঙ্গার মুকুটে রাজ্যের একমাত্র নাট্য বিদ্যালয় রূপ নতুন পালক যুক্ত হওয়ায় খুশি এলাকাবাসী৷

Heavy Raining At Tarakeswar

রামকৃষ্ণ মিশন প্রথম নাট্য বিদ্যালয় স্বীকৃতি দিল 
User Review
79% (2 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment