গাইঘাটায় পথ দুর্ঘটনায় মৃত কলা ব্যবসায়ী
দাবদাহ লাইভ, হাবরা, বৈশাখী সাহাঃ সাত সকালে মাছের গাড়ি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক কলা ব্যাবসায়ীর। এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। তদন্তে নেমেছে পুলিশ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর বাজার সংলগ্ন যশোর রোডে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন সাত সকালে কলা বোঝাই ইঞ্জিন ভ্যানে করে কার্তিক দেবনাথ ও নারায়ণ সরকার নামে দু’জন ব্যাক্তি গাইঘাটার দিক থেকে হাবরা সুপার মার্কেটের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক অর্থাৎ হাবরার দিক থেকে গাইঘাটাগামী একটি মাছের গাড়ি গাইঘাটা থানার জলেশ্বর বাজার সংলগ্ন যশোর রোডের উপর কলা বোঝাই ইঞ্জিন ভ্যানটিকে সজোরে ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। পাশাপাশি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয় ওই দুই ব্যাক্তি। স্থানীয়রা তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় ওই দুই ব্যাক্তিকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক কার্তিক দেবনাথকে মৃত বলে ঘোষনা করে। পাশাপাশি আহত নারায়ণ সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক গাড়িটি পলাতক। গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।









